বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২২, ০০:০০

মতলব উত্তর উপজেলা পূজা উদ্‌যাপন পরিষদের বর্ধিত সভা
প্রেস বিজ্ঞপ্তি ॥

আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও সুন্দর পরিবেশে উদ্‌যাপনের লক্ষ্যে বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদ মতলব উত্তর উপজেলা শাখার উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। ১২ সেপ্টেম্বর সোমবার সকাল ১০টায় উপজেলার সুলতানাবাদ ইউনিয়নের জীবন ঘোষের বাড়ি শ্রী শ্রী দুর্গাপূজা মন্দির মিলনায়তনে অনুষ্ঠিত বর্ধিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি অজিত কুমার বিশ্বাস। সভাটি পরিচালনা করেন উপজেলা পূজা উদ্‌যাপন পরিষদের সাধারণ সম্পাদক রোটাঃ শ্যামল চন্দ্র দাস। সভায় বক্তব্য রাখেন উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি রাধেশ্যাম সাহা চান্দু, সিনিয়র সহ-সভাপতি রাধেশ্যাম রায়, উপজেলা পূজা উদ্‌যাপন পরিষদের সহ-সভাপতি গোপাল চন্দ্র দাস, রবীন্দ্র নারায়ণ রায়, কালিপদ সরকার, রাধেশ্যাম মজুমদার, তিতারকান্দি উত্তর পাড়া মণ্ডপের সভাপতি মিঠুন মন্ডল, তিতারকান্দি নাগপাড়া অধিকার বাড়ির মণ্ডপের সভাপতি বাবু লাল অধিকারী, ঘোষপাড়া মণ্ডপ কমিটির সভাপতি বাবুল ঘোষ, দুর্গাপুর মজুমদার বাড়ি মণ্ডপের সভাপতি নেপাল মজুমদার, ধনাগোদা নমসূদ্র পাড়া দুর্গাপূজা মণ্ডপ কমিটির সভাপতি রিপন চন্দ্র বিশ্বাস, সাধারণ সম্পাদক সুমন চন্দ্র বিশ্বাস, খাগুরিয়া হর গৌরি শ্মশান শ্রীশ্রী দুর্গা পূজা মণ্ডপ কমিটির সাধারণ সম্পাদক গৌতম রায়, জয় হরি সরকার, কাজল রাণী, বিরেন ঘোষ, লক্ষ্মণ চন্দ্র দাস সহ উপজেলার প্রত্যেকটি পূজামণ্ডপ কমিটির সভাপতি-সাধারণ সম্পাদক ও প্রতিনিধিবৃন্দ। সভায় উপজেলা পূজা উদ্‌যাপন পরিষদের কর্মকর্তা ও সদস্যবৃন্দ প্রত্যেকটি দুর্গাপূজা মণ্ডপের বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য রাখেন। সভায় জানানো হয়, এ উপজেলায় এ বছর একটি নতুন পূজামণ্ডপ বেড়েছে, সব মিলিয়ে ৩১টি পূজা মণ্ডপে এ বছর দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। পূজার সকল প্রস্তুতি চলছে।

উপজেলা পূজা উদ্‌যাপন পরিষদের সাধারণ সম্পাদক রোটাঃ শ্যামল চন্দ্র দাস বলেন, আগামী ১ অক্টোবর মহাষষ্ঠী, ২ অক্টোবর মহাসপ্তমী, ৩ অক্টোবর মহাঅষ্টমী, ৪ অক্টোবর মহানবমী ও ৫ অক্টোবর বিজয়া দশমী। প্রতি বছরের ন্যায় পূজায় সকলের উপস্থিতি ও সার্বিক সহযোগিতা একান্তভাবে কামনা করছি। এছাড়াও সভায় সাংগঠনিক বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়