সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২২, ০০:০০

শারদীয় উৎসব : আজ চাঁদপুর জেলা ও সদর উপজেলার প্রস্তুতি সভা
বিমল চৌধুরী ॥

আসন্ন শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদ্‌যাপনের লক্ষ্যে আজ ১১ সেপ্টেম্বর রোববার বিকেল ৪টায় চাঁদপুর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত শ্রীশ্রী কালীবাড়ি মন্দিরে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হবে। চাঁদপুর জেলা ও সদর উপজেলা পূজা উদ্‌যাপন পরিষদ কর্তৃক আয়োজিত সভায় নির্ধারিত সময়ে স্ব-স্ব কমিটির সম্মানিত সদস্য এবং জেলা ও উপজেলা পর্যায়ে অনুষ্ঠিত দুর্গাপূজা উদ্‌যাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকদের সানুগ্রহ উপস্থিতি কামনা করেছেন জেলা পূজা উদ্‌যাপন পরিষদের সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ ও সদর উপজেলা পূজা উদ্‌যাপন পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক লক্ষ্মণ চন্দ্র সূত্রধর।

আগামী ১ অক্টোবর শনিবার ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হবে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ (দিন গণনায়) প্রাণের উৎসব শ্রীশ্রী শারদীয় দুর্গোৎসব। আর দশমীবিহীত পূজা শেষে ৫ অক্টোবর বুধবার বিসর্জন পর্বের মধ্যে দিয়ে শেষ হবে ৫ দিনব্যাপী আয়োজিত এই ধর্মীয় উৎসবের। এক বছর পর দেবী (মা দুর্গা) আসবেন মত্তে তার সন্তানদের নিয়ে। তাই দেবী বরণে সারাদেশের ন্যায় চাঁদপুর জেলায় হিন্দু সম্প্রদায়ের মাঝে দেখা দিয়েছে উৎসবের আমেজ। জেলার বিভিন্ন স্থানে নির্মিত হচ্ছে দুর্গা প্রতিমা। আর নির্মাণাধীন প্রতিমার অবকাঠামো রক্ষায় প্রশাসনের পাশাপাশি পূজার আয়োজকরাও রয়েছেন বেশ তৎপর। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস মতে, এ বছর শ্রীশ্রী দেবী দুর্গা গজে আগমন করবেন, ফলে পৃথিবী হবে শস্যপূর্ণ। আর পূজা শেষে নৌকায় গমন করবেন, ফলে শস্যপূর্ণার পাশাপাশি জলও বৃদ্ধি পাবে। গতবছরের চেয়ে এ বছর জেলায় কয়েকটি পূজামণ্ডপ বৃদ্ধি পাবে বলে জানা যায়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়