সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ২০:৪৪

জাটকা নিধন প্রতিরোধ সংক্রান্ত জেলা টাস্কফোর্স কমিটির সভা

নৌ পুলিশ কোস্টগার্ড সফল হলে আমরাও সফল, তারা ব্যর্থ হলে আমরাও ব্যর্থ : জেলা প্রশাসক

২ মার্চ নৌ র‍্যালি

মো. মিজানুর রহমান
নৌ পুলিশ কোস্টগার্ড সফল হলে আমরাও সফল, তারা ব্যর্থ হলে আমরাও ব্যর্থ : জেলা প্রশাসক

জাটকা নিধন প্রতিরোধ সংক্রান্ত চাঁদপুর জেলা টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৩ ফেব্রুয়ারি ২০২৫) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেন, জাটকা নিধন প্রতিরোধ কার্যক্রম তখনই সফল হবে যখন জাটকা আহরণ এবং ক্রয়-বিক্রয় থেকে সবাই বিরত থাকবে। এ ক্ষেত্রে নৌ পুলিশ ও কোস্টগার্ড সফল হলে আমরা সফল হবো, আর ব্যর্থ হলে আমরাও ব্যর্থ হবো। তিনি বলেন, ১ মার্চ ২০২৫ তারিখ হতে ৩০ এপ্রিল পর্যন্ত চাঁদপুরের পদ্মা ও মেঘনা নদীতে দুই মাস সব ধরনের মাছ ধরা বন্ধ থাকবে। ২ মার্চ সকালে চাঁদপুর বড় স্টেশন মোলহেডে সচেতনতামূলক সভা ও নৌ র‍্যালি করা হবে। জাটকা রক্ষায় মাছ ধরা থেকে বিরত থাকা জেলেদের খাদ্য সহায়তা হিসেবে সরকারের বরাদ্দকৃত চাল পাবে জেলেরা। জনপ্রতি ৪০ কেজি করে চার মাস ভিজিএফ কর্মসূচির আওতায় জেলে চাল বিতরণ রোজা শুরুর আগ থেকেই শুরু হবে।

জেলা প্রশাসক বলেন, গত বছর যে সিদ্ধান্তগুলো নেয়া হয়েছিল এবারও সেই সিদ্ধান্ত মোতাবেক পদক্ষেপ নেয়া হবে। ইলিশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে জাটকা রক্ষায় প্রশাসনের নিয়মিত অভিযান পরিচালিত হবে। ইলিশ সম্পদ রক্ষায় জাটকা নিধন প্রতিরোধে জনসচেতনতার বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।

সভায় আরো বক্তব্য রাখেন নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান ও জেলা মৎস্য কর্মকর্তা গোলাম মেহেদী হাসান। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) মুকুর চাকমা, কোস্টগার্ড চাঁদপুর স্টেশন কমান্ডার সাব-লেফটেন্যান্ট (বিএন) মো. ফজলুল হক, চাঁদপুর সদর ইউএনও সাখাওয়াত জামিল সৈকত, হাইমচর ইউএনও উম্মে সালমা নাজনীন তৃশা, জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ, মতলব উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জ্যোতির্ময় ভৌমিক, চাঁদপুর সদর সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মির্জা ওমর ফারুক, মতলব উত্তর সিনিয়র উপজেলা মৎস্য অফিসার বিজয় কুমার দাসসহ সংশ্লিষ্ট অংশীজন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়