সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২২, ০০:০০

প্রথম ম্যাচে ঢাকা ১০-১২ জয়লাভ ও দ্বিতীয় ম্যাচে পয়েন্ট ভাগাভাগি
চৌধুরী ইয়াসিন ইকরাম ॥

চাঁদপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত বিসিবি কাউন্সিলর কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে জয়লাভ করেছে ঢাকা ১০-১২ ক্রিকেট একাদশ। অপর ম্যাচটিতে বৃষ্টি হওয়ার কারণে দুদলকেই সমান পয়েন্ট ১-১ করে দেয়া হয়।

টুর্নামেন্টের মিডিয়া পার্টনার চাঁদপুর কণ্ঠ, ফোকাস মোহনাসহ রয়েছে আরো দুটি মিডিয়া পার্টনার। টুর্নামেন্ট শুরু হওয়ার পর এ পর্যন্ত শুধুমাত্র শনিবারের দ্বিতীয় ম্যাচটি মাঠে গড়ায়নি।

শনিবার সকালের ম্যাচে টসে জয়লাভ করে কুমিল্লা ক্রিকেট একাডেমী ঢাকার ১০-১২ ক্রিকেট একাদশকে ব্যাট করার আমন্ত্রণ জানায়। ঢাকার দলটি ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২২ রান করে।

কুমিল্লা ১২৩ রানের জয়ের টার্গেট নিয়ে খেলতে নামে। তারা ১১ ওভার ২ বলে ৪ উইকেট হারিয়ে ৫৪ রান করে। এ সময় বৃষ্টি শুরু হলে খেলা বন্ধ হয়ে যায়। ক্রিকেটের প্যারাভোলা নিয়মে ১৮ রানে জয় পায় ঢাকার দলটি।

দিনের দ্বিতীয় খেলা ছিলো থ্রি কুইন্স ওয়ারিয়র্স চাঁদপুর ও গাজীপুর ক্রিকেট একাডেমীর মধ্যে। বৃষ্টির জন্যে মাঠ খেলার উপযোগী না হওয়ায় দুদল ১-১ পয়েন্ট অর্জন করে। এতে রান রেটে গ্রুপে এগিয়ে থাকলো থ্রি কুইন্স ওয়ারিয়র্স চাঁদপুর।

সকালের ম্যাচে প্লেয়ার অব দ্যা ম্যাচ নির্বাচিত হন ঢাকার মাহবুব। তাকে পুরস্কার তুলে দেন বিপিএলে খেলা ক্রিকেটার মেহেদী হাসান রানা। এ সময় উপস্থিত ছিলেন ম্যাচ রেফারী শামিম ফারুকী ও জেলা আম্পায়ার স্কোরার এন্ড অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অ্যাডঃ বিশ্বজিত কর রানা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়