বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২২, ০০:০০

প্রবীর চক্রবর্তী ॥

ফরিদগঞ্জে স্কুল শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে দুই যুবককে আটক করা হয়েছে। ১৪নং ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের গজারিয়া এলাকায় বুধবার (৭ সেপ্টেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন বলে জানা গেছে। আটককৃতরা হলো : হর্নিদুর্গাপুর গ্রামের মুনছুর আহাম্মদের ছেলে মোঃ আব্দুল আজিজ প্রকাশ রিহান (২০) ও মোঃ শাহ আলমের ছেলে আব্দুল কাদির প্রকাশ নীরব (২০)।

শিক্ষার্থীর বাবার দেয়া অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিক্ষার্থী স্থানীয় একটি বিদ্যালয়ে ৯ম শ্রেণিতে অধ্যয়নরত। প্রতিদিন বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে যুবকরা তার মেয়েকে কুপ্রস্তাব দিয়ে আসছিলো। ঘটনার দিন বিকেলে ওই শিক্ষার্থী বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে টানা-হেঁচড়া করে। এক পর্যায়ে তার শ্লীলতাহানি করলে শিক্ষার্থীর ডাক-চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তদের আটক করে থানা হেফাজতে নিয়ে আসে।

আটককৃতদের অভিযুক্ত করে রাতে শিক্ষার্থীর বাবা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। আটককৃতরা থানায় পুলিশি হেফাজতে রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শহীদ হোসেন জানান, শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে দুই বখাটেকে আটক করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়