প্রকাশ : ০৬ আগস্ট ২০২২, ০০:০০
চাঁদপুর পুরাণবাজার মেরকাটিজ রোড নিবাসী, পৌর ১নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নজু ভূঁইয়া বৃহস্পতিবার দিবাগত রাত ৩টা ৪০মিনিটের সময় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৪৮ বছর।
৫ আগস্ট শুক্রবার বাদ জুমা মরহুমের জানাজার নামাজ পুরাণবাজার জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। পরে মধ্য শ্রীরামদী কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
জানাজার নামাজে চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, জেলা আওয়ামী লীগ নেতা হাসান ইমাম বাদশা, চাঁদপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী, প্যানেল মেয়র মোহাম্মদ আলী মাঝি, চাঁদপুর জেলা যুবলীগের আহ্বায়ক মিজানুর রহমান কালু ভূঁইয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন মোঃ বাবরসহ পৌরসভার কাউন্সিলরগণ, জেলা ও পৌর যুবলীগের নেতৃবৃন্দ, এলাকাবাসী এবং সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লি উপস্থিত ছিলেন।
মরহুম মোঃ নজরুল ইসলাম ভূঁইয়া পৌর ছাত্রলীগের উপ-মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক রবিউল হোসেনের পিতা এবং সাবেক পৌর কাউন্সিলর আসলাম গাজীর শ্যালক।