প্রকাশ : ০৬ আগস্ট ২০২২, ০০:০০
চাঁদপুর হিলশা সিটি রোটার্যাক্ট ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। ০৪ আগস্ট বৃহস্পতিবার সকাল ১১ টায় চাঁদপুর রেলওয়ে শিশু বিদ্যালয়ে প্রথম ধাপে এবং ৫ আগস্ট শুক্রবার বিকেলে দ্বিতীয়ে ধাপে চাঁদপুর বাসস্ট্যান্ড স্বর্ণখোলার উন্মুক্ত স্থানে বৃক্ষরোপণ করা হয়।
এ উপলক্ষে হিলশা সিটি রোটার্যাক্ট ক্লাবের সভাপতি রোঃ তাহমিনা আক্তার সায়েমার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর হিলসা সিটি রোটারী ক্লাবের সভাপতি রোটাঃ মোঃ আলমগীর মিয়াজী, চাঁদপুর রেলওয়ে শিশু বিদ্যালয়ের প্রধান শিক্ষক, হিলশা সিটি রোটার্যাক্ট ক্লাবের ভাইস প্রেসিডেন্ট ও চাঁদপুর সেন্ট্রাল ইনার হুইল ক্লাবের সভাপতি রোটাঃ মাহমুদা খানম, রোটাঃ সমির পোদ্দার এবং চাঁদপুর রোটার্যাক্ট ক্লাবের ভাইস প্রেসিডেন্ট রোঃ কাজী আজিজুল হাকিম নাহিন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে রক্ষা পেতে হলে আমাদের সবাইকে পরিবেশের প্রতি সচেতন হতে হবে, গাছ লাগাতে হবে। হিলশা সিটি রোটার্যাক্টরদের মতো তিনি শিক্ষার্থীদের বাড়ির আঙ্গিনায় গাছ লাগানো ও পরিচর্যার আহ্বান জানান।
বৃক্ষরোপণে তারা ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করেছে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে : নিমপাতা, তুলসিপাতা, লেবু গাছ, পেয়ারা গাছ, অর্জুনসহ নানারকম গাছের চারা।
রোটার্যাক্টরদের মধ্যে উপস্থিত ছিলেন ভাইস প্রেসিডেন্ট রোঃ নুহা তাসনিম, সেক্রেটারী সালমা বেগম মিয়াজী,
ক্লাব সার্ভিস ডিরেক্টর জান্নাতুল মাওয়া রাহা ও এডিটর রোঃ মাহির তাসফিন।