মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৬ আগস্ট ২০২২, ০০:০০

কচুয়ায় বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র শেখ কামালের জন্মবার্ষিকী পালিত
মোহাম্মদ মহিউদ্দিন ॥

কচুয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র ক্রীড়া সংগঠক বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী উদ্‌যাপন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে শেখ কামালের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ৫ আগস্ট শুক্রবার সকাল ১১টায় উপজেলা পরিষদের সামনে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, কচুয়া থানা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও কচুয়া প্রেসক্লাবের নেতৃবৃন্দ। পরে উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এসিল্যান্ড মোঃ ইবনে আল জায়েদ হোসেন। বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা জাবের মিয়া, আনোয়ার হোসেন শিকদার, সন্তোষ চন্দ্র সেন, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি প্রাণধন দেব, সাধারণ সম্পাদক প্রিয়তোষ পোদ্দার, কচুয়া প্রেসক্লাবের সভাপতি মানিক ভৌমিক ও কচুয়া থানার অফিসার ইনচার্জ মোঃ মহিউদ্দিন। আলোচনা সভা শেষে উপজেলা যুবউন্নয়ন অধিদপ্তরের আয়োজনে স্থানীয় যুব সমাজের মাঝে গাছের চারা ও সার্টিফিকেট বিতরণ করা হয়।

উল্লেখ্য, উপজেলা পরিষদের পক্ষে শেখ কামালের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হলেও সেখানে দেখা যায়নি উপজেলা পরিষদ চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানদ্বয়দের। তাদের পক্ষ থেকে কার্যালয়ের কর্মচারীরা শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। এ সময় উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকেও কোনো নেতা-কর্মীকে শেখ কামালের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করতে দেখা যায় নি। এই নিয়ে উপস্থিত দর্শকদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়