মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৪ আগস্ট ২০২২, ০০:০০

হাজীগঞ্জে হিজরি নববর্ষ উপলক্ষে সেমিনার
অনলাইন ডেস্ক

ইমাম আজম ও আলা হযরত ফাউন্ডেশন হাজীগঞ্জের ব্যবস্থাপনায় গত ২ আগস্ট বুধবার বিকেল ৫টা হতে হাজীগঞ্জ পোস্ট অফিস সংলগ্ন বিয়ে বাড়ি কমিউনিটি সেন্টারে হিজরি নববর্ষ উপলক্ষে গাউছিয়া কমিটি বাংলাদেশ ও বহু ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা আওলাদে রাসুল (দঃ) আল্লামা হাফেজ ক্বারী সৈয়্যদ মুহাম্মদ তৈয়্যব শাহ (রহঃ)র জীবন ও কর্ম শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। পবিত্র কোরআন তেলাওয়াত, নাতে রাসুল (দঃ), শানে মুর্শিদি (তৈয়্যব শাহ), খতমে গাউছিয়া শরীফ, আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আহলে সুন্নাত ওয়াল জামাআত বাংলাদেশের কো-চেয়ারম্যান, পীরে তরিকত আলহাজ্ব শায়খ মুহাম্মদ আবু সুফিয়ান খান আল কাদেরী। উদ্বোধক হিসেবে ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখেন পাওয়ার সেলের ডিজি, আইইবির ভাইস প্রেসিডেন্ট প্রকৌশলী মোহাম্মদ হোসাইন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা মোহাম্মদপুর কাদেরিয়া তৈয়্যেবিয়া কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মুফতি আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, হিজরি নববর্ষ মুসলিম উম্মাহর জন্যে একটি গুরুত্বপূর্ণ ও বরকতপূর্ণ দিবস। অপসংস্কৃতির ভয়াল থাবা থেকে বর্তমান প্রজন্মকে রক্ষা করতে ইসলামী সংস্কৃতির পুনর্জাগরণ করা সময়ের দাবি। এছাড়া আল্লামা সৈয়্যদ মুহাম্মদ তৈয়্যব শাহ (রহঃ) বাংলাদেশে বহু দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন এবং ধর্মের নামে বিভিন্ন ভ্রান্ত মতাদর্শ প্রচারকারীদের বিরুদ্ধে কোরআন সুন্নাহর আলোকে জবাব পেশ করে মানুষের ইমান ও আকিদা মজবুত করার প্রচেষ্টা শুরু করেন। যা তার অনুসারীদের মধ্যে অদ্যাবধি বিদ্যমান। তার বাণী ‘কাম করো, ইসলাম কো বাঁচাও, দ্বীন কো বাঁচাও, সাচ্চা আলেম তৈয়্যার করো অর্থাৎ-কাজ করো, ইসলামকে বাঁচাও, দ্বীন/ধর্মকে বাঁচাও, সত্যিকারের আলেম তৈরি করো।’

সেমিনার বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মুহাম্মদ গিয়াস উদ্দিন ও সদস্য সচিব হাফেজ শাহাদাত হোসেন জাহিদের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাউছিয়া কমিটি বাংলাদেশ চাঁদপুর জেলা সভাপতি আলহাজ্ব অধ্যাপক শাহ জামাল তালুকদার, আহলে সুন্নাত ওয়াল জামাআত চাঁদপুর জেলা সাধারণ সম্পাদক আলহাজ্ব অধ্যক্ষ আবু জাফর মোহাম্মদ মাঈনুদ্দিন, আহলে সুন্নাত ওয়াল জামাআত হাজীগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক (দঃ) বড়কুল দরবার শরীফের পীর সাহেব আলহাজ্ব মাওলানা হেদায়েতুল্লাহ আল কাদেরী। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা ইসলামিয়া আলিয়া মাদরাসার মুহাদ্দিস মুফতি গোলাম মোস্তফা শাহ, জামেয়া আহমাদিয়া সুন্নিয়া মহিলা মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা আ.ন.ম. সাইফুল্লাহ, বিশিষ্ট ইসলামী আলোচক মাওলানা গোলাম রাব্বানী কাসেমী, লেখক ও গবেষক মাওলানা এম সাইফুল ইসলাম নেজামী। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাআত হাজীগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা গাজী মুহাম্মদ আব্দুর রাহীম, জেলা গাউছিয়া কমিটির অর্থ সম্পাদক মাওলানা হাসানুজ্জামান, গাউছিয়া কমিটি বাংলাদেশ শাহরাস্তী উপজেলা সভাপতি (ভারপ্রাপ্ত) মাওলানা রফিকুল ইসলাম তাহেরী, হাজীগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক কারী বিলাল হোসাইন পাটোয়ারী, মুহাম্মদ বিল্লাল হোসাইন তালুকদার, সহ-সম্পাদক মাওলানা খাদেম মোহাম্মদ হুমায়ুন কবির, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট হাজীগঞ্জ উপজেলা সাংগঠনিক সম্পাদক, মুহাম্মদ আব্দুল কাইয়ুম, হাফেজ জাকির হোসাইন, মাওলানা আরিফুল ইসলাম, মোতাহের হোসেন শামীম, মাওলানা মুহাম্মদ বাদরুদ্দোজা, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চাঁদপুর জেলা সভাপতি, নূরুল আলম মামুন, সহ-সভাপতি, নুরে আলম ফরাজী, সাধারণ সম্পাদক, কামরুল হাসান বাবু, খাজা নুরুল আমিন, মোহাম্মদ হোসাইন রেজা, হাঃ মাহবুব আলম নিশাত, মুহাম্মদ ওসমান গনি, আনিছুর রহমান শাকিল, কাউসার হামিদ, রাশেদ, নাঈম, মহিউদ্দিন, নেয়ামুল শরীফ প্রমূখ। মিলাদ, কিয়াম ও মোনাজাতের মাধ্যমে সেমিনার সমাপ্ত হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়