মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৩ আগস্ট ২০২২, ০০:০০

ফরিদগঞ্জে মানবসেবা ব্লাড ডোনেশনের আহ্বায়ক কমিটি গঠন
শামীম হাসান ॥

ফরিদগঞ্জ পৌরসভার ৯নং চরকুমিরার স্বেচ্ছাসেবী সংগঠন মানবসেবা ব্লাড ডোনেশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। ১ আগস্ট সোমবার বিকেলে সংগঠনের সদস্যদের উপস্থিতিতে সভায় উপস্থিত সকল সদস্যের মতামতের ভিত্তিতে শাহাদাত খানকে আহ্বায়ক ও আল আফনান শিমুলকে সদস্য সচিব করে আগামী তিনমাসের জন্য সংগঠনটির প্যাডে ১৯ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন দেয়া হয়।

নবগঠিত কমিটির দায়িত্ব পাওয়া সদস্যরা হলেন : যুগ্ম আহ্বায়ক মোঃ ইমাম হোসাইন, মোঃ জাহিদুল ইসলাম ফাহিম, আব্দুল কাদির সোহাগ, সদস্য : মোঃ সোহেল খান মুসা, মোঃ নাসিম হোসেন, মোঃ নোমান ছালেহী, মোঃ এমরান হোসাইন, মোঃ রাকিব হোসাইন, মোঃ আব্দুল জব্বার, জান্নাতুল মাওয়া, নাজনীন আক্তার, রিফা আক্তার, মোঃ আতিক হোসেন, মোঃ রাসেল মাহমুদ, মোঃ আবু ছালেহ মুসা, মোঃ শামীম পাটওয়ারী ও মোঃ আব্দুল্লাহ আল মামুন।

নবগঠিত কমিটির আহ্বায়ক শাহাদাত খান জানান, প্রতিষ্ঠার পর থেকেই আমরা ধারাবাহিকভাবে নানা কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের সেবায় কাজ করছি, সেই ধারাবাহিকতায় আগামী দিনগুলোতেও এমন কার্যক্রম পরিচালনা করতে চাই।

উল্লেখ্য, ২০২০ সালে সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটির সেচ্ছাসেবী প্রতিনিধিরা উপজেলার বিভিন্ন স্থানে ফ্রি ব্লাড ক্যাম্পেইন, ব্লাড ডোনার সংগ্রহ, সহ¯্রাধিক ব্যক্তিকে বিনামূল্যে রক্তদান, করোনার সময় শতাধিক রোগীকে বিনামূল্যে অক্সিজেন সেবা প্রদান, মাস্ক বিতরণ, গাছ বিতরণ, সিলেট-সুনামগঞ্জ-কুড়িগ্রামের বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণসহ নানামুখী সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়