প্রকাশ : ২৪ জুলাই ২০২২, ০০:০০
‘নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে নিয়ে হাজীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৩ উদ্যাপন উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২৩ জুলাই শনিবার সকালে উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে সাত দিনব্যাপী মৎস্য সপ্তাহ (২৩ জুলাই থেকে ২৯ জুলাই) উদ্যাপনে বিভিন্ন উদ্যোগ গ্রহণে আলোচনা করেন ধামরাই উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মোঃ মাসুদুল হাছান।
সভায় মোঃ মাসুদুল হাসান জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে হাজীগঞ্জে ৭ দিনব্যাপী গৃহীত বিভিন্ন কর্মসূচি সম্পর্কে অবহিত করেন এবং এসব কর্মসূচি বাস্তবায়নে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। মতবিনিময় সভায় সাংবাদিক খালেকুজ্জামান শামীম, মহিউদ্দিন আল আজাদ, কবির আহমেদ, মনিরুজ্জামান বাবলু, শাখাওয়াত হোসেন শামীম, মোহাম্মদ হাবীব উল্যাহ্, পাপ্পু মাহমুদ, রেজাউল করিম নয়নসহ উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।