প্রকাশ : ০২ জুলাই ২০২২, ০০:০০
চাঁদপুর হিলশা সিটি রোটারী ক্লাবের উদ্যোগে এবং চাঁদপুর হিলশা সিটি রোটারেক্ট ক্লাবের আয়োজনে যৌথভাবে ২০০জন গরিব-দুঃখির মাঝে তৈরিকৃত খাবার বিতরণ করা হয়।
গতকাল ০১ জুলাই চাঁদপুর রেলওয়ে কোর্টস্টেশন প্লাটফর্মে এবং হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ে এ আয়োজন করা হয়। ক্লাবের ইয়ার লাঞ্চিং ও যৌথ খাবার বিতরণে হিলশা সিটি রোটারী ক্লাবের রোটারিয়ানদের মধ্যে উপস্থিত ছিলেন সেক্রেটারী রোটাঃ তাজুল ইসলাম, ভাইস প্রেসিডেন্ট রোটাঃ মোঃ রাকিবুল হাসান রুমন, সার্ভিস প্রজেক্ট চেয়ারম্যান রোটাঃ এসএম মোরশেদ সেলিম। এ সময় তারা রোটার্যাক্টরদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন।
অনুষ্ঠানে প্রেসিডেন্ট রোঃ সিপি তাহমিনা আক্তার সায়েমার সভাপতিত্বে উপস্থিত ছিলেন চাঁদপুর রোটার্যাক্ট ক্লাবের সাবেক সভাপতি ও ২০২২-২৩-এর ডিস্ট্রিক্ট সেক্রেটারী রোঃ আল-আমিন, সাবেক সভাপতি দেলোয়ার হোসেন সুমন ও ভাইস প্রেসিডেন্ট রোঃ কাজী আজিজুল হাকিম নাহিন।
হিলশা সিটি রোটার্যাক্টরদের মধ্যে উপস্থিত ছিলেন সেক্রেটারী রোঃ সালমা বেগম মিয়াজী, জয়েন্ট সেক্রেটারী রোঃ মুক্তা আক্তার, রোঃ তরিকুল ইসলাম, এডিটর রোঃ মাহির তাসফিন, ট্রেজারার রোঃ জিসান আহমেদ, ইন্টারন্যাশনাল সার্ভিস ডিরেক্টর রোঃ নাঈমা আক্তার, চীফ সার্জেন্ট অ্যাট আর্মস রোঃ সাইফুল ইসলাম রুমন।