প্রকাশ : ০১ জুলাই ২০২২, ০০:০০
কচুয়া উপজেলা দলিল লিখক সমিতির সাবেক সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের প্রবীণ নেতা শামসুল আলম সরকার (৮০) ইন্তেকাল করেছেন। তিনি গতকাল বৃহস্পতিবার দুপুর ২টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেন (ইন্না...রাজিউন)। তিনি দীর্ঘদিন বার্ধক্যে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন কন্যা ও এক ছেলেসহ অনেক গুণগ্রাহী রেখে যান।
তার মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি, কচুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আইয়ুব আলী পাটওয়ারী ও সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, উপজেলা যুবলীগের সহ-সভাপতি রাজীব আহমেদ রাজু, কচুয়া উপজেলা দলিল লিখক সমিতির সহ-সভাপতি এবং কচুয়া কণ্ঠের সম্পাদক ও প্রকাশক মোঃ হাবিব উল্লাহ হাবিব, সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর আবুল খায়ের রুমি প্রমুখ।
মরহুমের পারিবারিক সূত্র জানায়, আজ শুক্রবার সকাল ৯টায় জানাজা শেষে মরহুমকে উপজেলার বিতারা গ্রামের বাড়িতে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।