সোমবার, ০৩ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৯ জুন ২০২২, ০০:০০

সিলেটে বন্যার্তদের পাশে দাঁড়ালো মতলব উত্তরের সারা ফাউন্ডেশন
মাহবুব আলম লাভলু ॥

‘মানবতার হাত বাড়িয়ে যাক, সমাজ বিনির্মাণে কাজ করি মনে প্রাণে’ এই স্লোগানকে সামনে রেখে মতলব উত্তরের সারা ফাউন্ডেশনের পক্ষ থেকে সিলেটে বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে।

রাইসা আক্তার সারা পরিবার, আত্মীয়-স্বজন পরিচিত কিছু শুভাকাঙ্ক্ষী ও সংগঠনের একঝাঁক তরুণ সমাজকর্মী পরিচালনা করে আসছে সারা ফাউন্ডেশন। গত কদিন ধরে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন সারা ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা পরিচালক আমিরুল ইসলাম রাসেলসহ সংগঠনের অন্য সদস্যরা। ছাতক, সুনামগঞ্জ, জৈন্তাপুর ৫০০ পরিবারের জন্যে একবেলা রান্না করা খাবার ও ২০০ পরিবারের জন্যে শুকনা খাবার সামগ্রী বিতরণ করে আসছে।

এছাড়াও চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজ, বিশুদ্ধ পানি এবং বাচ্চাদের জন্য দুধ, ফিডার, কাপড়, মেডিসিন এবং টেলিমেডিসিন সেবা প্রদান করা হয়েছে।

সারা ফাউন্ডেশনের পক্ষে থেকে সিলেটের বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ কাজে যারা সহযোগিতা করেছেন তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন প্রতিষ্ঠাতা আমিরুল ইসলাম রাসেল। পাশাপাশি এই প্রতিষ্ঠানটি যাতে মানবতার হাত বাড়িয়ে আরো সাহায্য ও সহযোগিতা করতে পারে সেজনে সকলের কাছে দোয়া চেয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়