প্রকাশ : ২৯ জুন ২০২২, ০০:০০
মতলব উত্তর উপজেলায় বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা ও জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে পুরস্কার বিতরণ করা হয়েছে। ২৮ জুন সোমবার বিকেলে উপজেলা অডিটোরিয়ামে মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে অনুষ্ঠিত পুরস্কার ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এমএ কুদ্দুস।
উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসানের সভাপতিত্বে ও মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার সাইফুল ইসলামের পরিচালনায় আরো বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল কাইয়ূম খান, লুধুয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জাকির হোসেন, সাড়ে পাঁচানী সিনিয়য়র ফাজিল মাদ্রাসার প্রভাষক পীরজাদা মাওলানা এনামুল হক, নাউড়ী আহম্মদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাজুল ইসলাম, সুজাতপুর নেছারিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজালাল মাস্টার প্রমুখ।
পরে মেধা অন্বেষণ প্রতিযোগিতায় ১২ জন শিক্ষার্থী, শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠানসহ ৫৭ জনকে সনদপত্র ও পুরস্কার বিতরণ করা হয়।