প্রকাশ : ২৮ জুন ২০২২, ০০:০০
বাঙালির স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে কচুয়ায় আনন্দ র্যালি ও বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠান উদ্যাপন করা হয়েছে। শনিবার সকাল ৯টায় কচুয়া উপজেলা পরিষদ চত্বর থেকে একটি আনন্দ র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদে মিলিত হয়। সকাল ১০টায় উপজেলা পরিষদের হলরুমে বাংলাদেশ টেলিভিশনে সম্প্রচারিত পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান উপভোগের আয়োজন করা হয়।
সম্প্রচারিত অনুষ্ঠান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোতাছেম বিল্লাহর সভাপতিত্বে বক্তব্য রাখেন কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শাহজাহান শিশির।
অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইবনে আল জায়েদ হোসেন, কচুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আইয়ুব আলী পাটওয়ারী, কচুয়া থানার পরিদর্শক (ওসি) মোঃ মহিউদ্দিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুব উল আলম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশিকুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আঃ মবিন, চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর সভাপতি তৌহিদুল ইসলাম খোকা, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহজালাল প্রধান জালাল, কচুয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি জাকির হোসেন বাটা, কচুয়া প্রেসক্লাবের সভাপতি মানিক ভৌমিকসহ সরকারি-বেসরকারি কর্মকর্তাণ্ডকর্মচারীবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।