প্রকাশ : ২৮ জুন ২০২২, ০০:০০
চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সিনিয়র আইনজীবী অ্যাডঃ মজুমদার একেএম ফারুকসহ প্রয়াত অন্য আইনজীবীদের স্মরণে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সমিতি মসজিদের ইমাম মাওলানা মোঃ শহীদুল ইসলাম। ২৭ জুন সোমবার বাদ জোহর সমিতি মসজিদের ৩য় তলায় এ দোয়া ও মিলাদের আয়োজন করে আইনজীবী সমিতি।
মিলাদ ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডঃ কামাল উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক অ্যাডঃ আব্দুল্লাহ আল মামুন, সিনিয়র আইনজীবী অ্যাডঃ সেলিম আকবর, অ্যাডঃ জহিরুল ইসলাম, অ্যাডঃ আহসান হাবিব, অ্যাডঃ সাইয়েদুল ইসলাম বাবু, অ্যাডঃ জসিম উদ্দিন পাটওয়ারী, অ্যাডঃ এটিএম মোস্তফা কামালসহ আইনজীবীগণ।
মিলাদের শুরুতে বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডঃ সেলিম আকবর ও মরহুমের শ্যালক চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাডঃ জিল্লুর রহমান জুয়েল।
উল্লেখ্য, অ্যাডঃ মজুমদার একেএম ফারুক দীর্ঘদীন চাঁদপুর জেলা আইনজীবী সমিতিতে আইন পেশার সাথে জড়িত ছিলেন। তিনি চাঁদপুর জেলা আইনজীবী সমিতিতে ১৯৮০ সালের ১৭ নভেম্বর যোগ দেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ২ মেয়েসহ আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে যান।