শনিবার, ০১ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৯ মে ২০২২, ০০:০০

কচুয়ায় তিশা ডিজিটাল মেডিকেল সেন্টারের গাইনি ও অর্থোপেডিক বিভাগ উদ্বোধন
মেহেদী হাসান ॥

কচুয়া পৌরসভার পল্লী বিদ্যুৎ অফিস সংলগ্ন জে.কে. টাওয়ারে অবস্থিত তিশা ডিজিটাল মেডিকেল সেন্টারের গাইনি ও অর্থোপেডিক বিভাগের উদ্বোধন করা হয়েছে। শনিবার এর উদ্বোধন করেন চাঁদপুর মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিভাগের বিভাগীয় প্রধান ডাঃ আফরোজা খান।

প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও কচুয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি রাকিবুল হাসানের সভাপ্রধানে উপস্থিত ছিলেন চাঁদপুর মেডিকেল কলেজের নাক, কান, গলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ মোঃ আহসান উল্লাহ, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের রেসপিরেটরি মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ আঃ মান্নান, অর্থোপেডিক সার্জারি বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডাঃ মোঃ মহিবুর রহমান, তিশা ডিজিটাল মেডিকেল সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক নূরুজ্জামান, কচুয়া প্রেসক্লাবের সভাপতি মানিক ভৌমিক, সাবেক সভাপতি প্রিয়তোষ পোদ্দারসহ অন্যরা।

এক প্রতিক্রিয়ায় মেডিকেল সেন্টারের চেয়ারম্যান রাকিবুল হাসান বলেন, এখন থেকে প্রতি সোমবার দুপুর ১টা থেকে ৩টা পর্যন্ত গাইনি, স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা, নিঃসন্তান দম্পতি বিশেষজ্ঞ ও সার্জন চাঁদপুর মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিভাগের বিভাগীয় প্রধান ডাঃ আফরোজা খান এবং প্রতি বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বাতব্যথা, হাড় ভাঙ্গা, হাড়জোড়া, আঘাতজনিত, মেরুদণ্ড রোগ বিশেষজ্ঞ সার্জন ডাঃ মোঃ মহিবুর রহমান নিয়মিত রোগী দেখবেন। আমি আশা করছি, নবসংযুক্ত এ দুটি বিভাগের মাধ্যমে কচুয়ার জনগণ ঢাকা ও কুমিল্লায় না গিয়ে অল্প খরচে এখানে উন্নত চিকিৎসা সেবা গ্রহণ করতে পারবেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়