প্রকাশ : ২৯ মে ২০২২, ০০:০০
রহিমানগর বিএবি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল হোসেন পাটওয়ারী বিদ্যালয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন। জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২-এ তিনি কচুয়া উপজেলা পর্যায়ে এই শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন। তাঁর মেধা, যোগ্যতা, সততা, নিষ্ঠা এবং পরিশ্রমের কারণে এ বিদ্যালয়টি উপজেলা পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে সুনাম ও শ্রেষ্ঠত্ব অব্যাহত রেখেছে।
জানা গেছে, রহিমানগর বিএবি উচ্চ বিদ্যালয়টি ১৯৪২ সালে প্রতিষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা বিশিষ্ট সমাজসেবক প্রয়াত সেকান্দর আলী শিক্ষার আলো ছড়িয়ে দেবার লক্ষ্যে রহিমানগরে এ বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। বর্তমান পরিচালনা কমিটির সভাপতি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগের দক্ষ পরিচালনায় বিদ্যালয়টি প্রতি বছর ভালো ফলাফল অর্জন করে আসছে।
আবুল হোসেন পাটওয়ারী মাধ্যামিক পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক পদে নির্বাচিত হওয়ায় বিভিন্ন প্রতিষ্ঠান, সুশীল সমাজ ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।