শনিবার, ০১ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৯ মে ২০২২, ০০:০০

উপজেলা আওয়ামী লীগ নেত্রী আনোয়ারা বেগমের ইন্তেকাল
গোলাম মোস্তফা ॥

চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়ন পরিষদের ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের চারবারের সাবেক সংরক্ষিত মহিলা সদস্য ও চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা আনোয়ারা বেগম (৬০) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। তিনি ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন নিজ বাড়িতে চিকিৎসাধীন ছিলেন। ২৭ মে শুক্রবার দুপুর ৩টার দিকে নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি তিন ছেলে, নাতি-নাতনিসহ বহু আত্মীয়স্বজন রেখে গেছেন। একই দিন রাত ৯টায় উক্ত ইউনিয়নের ছোটসুন্দর বাজারস্থ পাটওয়ারী বাড়ি জামে মসজিদ সংলগ্ন ঈদগাহে মাঠে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

জানাজায় চাঁদপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইউব আলী বেপারী, চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ মাহবুবুর রহমান পাটওয়ারী, চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী আরশাদ মিয়াজী, সহ-প্রচার সম্পাদক মোঃ মনির হোসেন, রামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আল মামুন পাটওয়ারী, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মির্জা মোঃ শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আল মামুন লিটু, শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ কামাল হাজী, সদস্য আঃ লতিফ তহশীলদার, চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডঃ মনির হোসেন, ৫নং রামপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ আহসান পাটওয়ারী, সাধারণ সম্পাদক মোহসীন খান, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ আল-আমিন মজুমদার, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন মজুমদার, রামপুর ইউনিয়ন পরিষদের সাবেক ও বর্তমান ইউপি সদস্যগণ, উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ এবং ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

আনোয়ারা বেগমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ কৃষকলীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সারোয়ার ওয়াদুদ চৌধুরী, চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি নূরুল ইসলাম নাজিম দেওয়ান, সাধারণ সম্পাদক আলী আরশাদ মিয়াজী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইউব আলী বেপারী, মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানা, ৫নং রামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আল মামুন পাটওয়ারী প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়