শনিবার, ০১ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৮ মে ২০২২, ০০:০০

কচুয়ার বিতারা ইউপির সংরক্ষিত নারী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ ॥ প্রচারণা শুরু
অনলাইন ডেস্ক

কচুয়া উপজেলার ৩নং বিতারা ইউনিয়নের সংরক্ষিত ২নং ওয়ার্ডের উপ-নির্বাচনে ৬জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। ২৭ মে শুক্রবার উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার কাজী আবু বকর সিদ্দিক পৃথকভাবে প্রার্থীদের মাঝে এসব প্রতীক তুলে দেন।

প্রতীক পেলেন যারা- খুশিয়া বেগম (বই), মনোয়ারা বেগম (তালগাছ) রোকসানা আক্তার (হেলিকপ্টার), শিল্পী আক্তার (বক), লিপি আক্তার (মাইক) ও সাহিদা বেগম (কলম)।

আগামি ১৫ জুন বিতারা ইউনিয়নের ২নং ওয়ার্ডের উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।

এদিকে প্রতীক পেয়ে প্রার্থীরা স্ব স্ব এলাকায় ভোটারদের কাছে ভোট প্রার্থনা করে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। ৩টি ওয়ার্ডে অনুষ্ঠিত এ নির্বাচনে ৬টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

কেন্দ্রগুলো হচ্ছে : বাইছারা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাইছারা উচ্চ বিদ্যালয়, বিতারা সরকারি প্রাথমিক বিদ্যালয়-১, বিতারা সরকারি প্রাথমিক বিদ্যালয়-২, খলাগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় ও তেগুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। মোট ভোটারের সংখ্যা ১১ হাজার ৪শ ৫৬জন। তন্মধ্যে পুরুষ ৫ হাজার ৯শ’ ৬২জন ও মহিলা ৫ হাজার ৪শ’ ৯৪জন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়