প্রকাশ : ২৬ মে ২০২২, ০০:০০
চাঁদপুরে ইউনিয়ন পর্যায়ে আন্তঃপ্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতাণ্ড২০২২ অনুষ্ঠিত হচ্ছে। ২৫ মে বুধবার চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা ইউনিয়নস্থ চান্দ্রাবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ইউনিয়নের তেরোটি বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীর অংশগ্রহণে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ক্রীড়া প্রতিযোগিতার মধ্যে ছিলো ৫০ মিটার দৌড়, ২৫ মিটার চকলেট দৌড়, দীর্ঘ লাফ, ক্রিকেট বল নিক্ষেপ, গুপ্তধন উদ্ধার, যেমন খুশি তেমন সাজো, ১শ’ মিটার দৌড়, উচ্চ লাফ, ভারসাম্য দৌড়, রিলে রেইচ, অংক দৌড়। সাংস্কৃতিক প্রতিযোগিতার মধ্যে ছিলো ছড়া, আবৃত্তি, চিত্রাঙ্কন, নৃত্য, সুন্দর হাতের লেখা, পল্লীগীতি, লোকগীতি, দেশাত্মবোধক গান, একক অভিনয়, উপস্থিত বক্তৃতা ইত্যাদি। প্রতিটি ইভেন্টে প্রত্যেক স্কুলের একজন ধরে প্রতিযোগী অংশ নেয়। দিনব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ করা হয়। ইউপি চেয়ারম্যান খানজাহান আলী কালু পাটওয়ারী, উপজেলা সরকারি প্রাথমিক শিক্ষা অফিসার ইলিয়াছ আহমেদ উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন। এ সময় চান্দ্রা বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরিয়া বেগম, ইউনিয়ন প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি পাটোয়ারী ওমর ফারুকসহ শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।