শনিবার, ০১ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৬ মে ২০২২, ০০:০০

ইফার সরকারি ও বেসরকারি হজযাত্রীদের প্রশিক্ষণ
মোঃ আবদুর রহমান গাজী ॥

চাঁদপুরে জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন (ইফা)-এর আয়োজনে ১৪৪৩ হিজরি মোতাবেক ২০২২ সালের সরকারি ও বেসরকারি হজযাত্রীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ মে) সকাল ১০টায় চাঁদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমতিয়াজ হোসেনের সভাপ্রধানে স্বাগত বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোহাম্মদ খলিলুর রহমান। স্বাস্থ্য বিষয়ে বক্তব্য রাখেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ মোঃ সাখাওয়াত হোসেন। হজের ধর্মীয় বিধি-বিধান বিষয়ে বক্তব্য রাখেন চেয়ারম্যানঘাটা বায়তুল আমান জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা মোহাম্মদ সাইফুদ্দিন খন্দকার। হজ ব্যবস্থাপনা বিষয়ে বক্তব্য রাখেন ঢাকা আঞ্চলিক পরিষদ হাব-এর সদস্য মুফতি তোফায়েল আহমেদ। এছাড়া প্রশিক্ষণের হযরত ডকুমেন্টারি প্রদর্শন ও প্রশিক্ষণসামগ্রী বিতরণ করা হয়।

ইফার ফিল্ড অফিসার মোহাম্মদ বিল্লাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন চাঁদপুর শহরের মিশন রোডস্থ শাহী জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা আব্দুল্লাহ আল মামুন। নাতে রাসুল পরিবেশন করেন জুলফিকার হামদ নাত গজল পরিবেশক দলের সদস্য মোঃ মাহবুবুর রহমান। এ বছর ৩শ’ ১১ জন চাঁদপুর থেকে হজে যাচ্ছেন বলে ইসলামিক ফাউন্ডেশনের তালিকায় লিপিবদ্ধ হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়