প্রকাশ : ২৫ মে ২০২২, ০০:০০
আজ ২৫ মে বুধবার বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল এমপি ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত প্রতিমন্ত্রী ড. শামসুল আলম একদিনের সরকারি সফরে মতলব উত্তর আসছেন। মন্ত্রী মহোদয়গণ আলাদা আলাদাভাবে মতলব পৌছবেন এবং ২টা ৪০ মিনিটে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থা, মতলব উত্তর কর্তৃক আয়োজিত বঙ্গবন্ধু টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট ২০২২-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান শেষে সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকার উদ্দেশ্য মতলব উত্তর ত্যাগ করবেন। এর আগে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী দুপুর দেড়টায় পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলমের পৈতৃক বাড়িতে উপস্থিত হবেন এবং ড. শামসুল আলমের সাথে সৌজন্যে সাক্ষাৎ এ মিলিত হবেন। একই দিন একই সময় একই স্থানে অনুষ্ঠিত বঙ্গবন্ধু টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম অতিথি হিসেবে যোগদান করবেন। তিনি এদিন দুপুর দেড়টায় নিজ বাড়িতে উ পস্থিত হবেন এবং সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকার উদ্দেশ্য মতলব উত্তর ত্যাগ করবেন।