শনিবার, ০১ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৫ মে ২০২২, ০০:০০

ফরিদগঞ্জে এমপি অনুসারী ছাত্রলীগ নেতৃবৃন্দের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
শামীম হাসান ॥

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদকের ঔদ্ধত্যপূর্ণ, অশালীন ও কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে ফরিদগঞ্জ উপজেলা ছাত্রলীগের উদ্যোগে বিশাল বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

২৪ মে মঙ্গলবার বিকেলে উপজেলার বিভিন্ন ইউনিটের ছাত্রলীগের নেতা-কর্মীরা মিছিল নিয়ে দলে দলে উপজেলা সদরে জড়ো হয়। ছাত্রলীগের সকল নেতা-কর্মীর অংশগ্রহণে ফরিদগঞ্জ মধ্যবাজার থেকে মিছিল শুরু হয়ে পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ফরিদগঞ্জ প্রেসক্লাব চত্বরে এসে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে সভাপতির বক্তব্যে উপজেলা ছাত্রলীগের সভাপতি কামরুল হাসান বলেন, আমাদের আবেগ ও আশ্রয়স্থল দেশরত্ন শেখ হাসিনাকে নিয়ে দেয়া ঔদ্ধত্যপূর্ণ নেতিবাচক বক্তব্যের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে নিয়ে কটুক্তি করার অপরাধে ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলের কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় স্বাধীনতাবিরোধী সকল অপশক্তির ষড়যন্ত্র মোকাবেলা করে, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার ভিশন বাস্তবায়নে সর্বদা আমরা প্রস্তুত আছি। ছাত্রদলের সন্ত্রাসীরা আমাদের নেত্রীকে নিয়ে যে কটুক্তি করেছে, তার উত্তম জবাব দেয়া হবে। বাঙালির আশা-আকাক্সক্ষার বাতিঘর শেখ হাসিনার চলার পথ মসৃণ রাখার জন্যে আমরা নিজেদেরকে রাজপথে উৎসর্গ করার জন্য তৈরি আছি।

চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনের সংসদ সদস্য সাংবাদিক মুহম্মদ শফিকুর রহমানের ঘোষিত ফরিদগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি কামরুল হাসান ও সাধারণ সম্পাদক আল-আমিন পাটওয়ারীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশে পৌরসভা ছাত্রলীগের সভাপতি গাজী আলী নেওয়াজ, সাধারণ সম্পাদক হৃদয় গাজীসহ উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত প্রায় হাজারের অধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়