প্রকাশ : ২৪ মে ২০২২, ০০:০০
তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আপত্তিকর মন্তব্য ও জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণের ওপর পুলিশি হামলা এবং ছাত্রদল নেতা জিসামের ওপর পুলিশি নির্যাতনের প্রতিবাদে চাঁদপুর জেলা ছাত্রদলের নিন্দা ও বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ২৩ মে বিকেলে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এই বিক্ষোভ কর্মসূচি পালন করে জেলা ছাত্রদল। জেলা বিএনপির কার্যালয় সম্মুখে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডঃ সলিম উল্লাহ সেলিম।
জেলা ছাত্রদলের সভাপতি ইমান হোসেন গাজীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন পাটোয়ারীর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান সোহাগ। এ সময় ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের বহু নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
জেলা ছাত্রদলের সভাপতি ইমাম হোসেন গাজী জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এদিন বিভিন্ন ইউনিট থেকে ছাত্রদলের নেতা-কর্মীরা মিছিল নিয়ে শপথ চত্বর, নতুনবাজার মোড়, বেগম মসজিদ হয়ে জোড়পুকুর পাড়ের দিকে আসার সময় পুলিশ মিছিলে বাধা দেয়। পুলিশের বাধার মুখে আমরা দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করি। আমাদের নেত্রীকে নিয়ে প্রধানমন্ত্রীর কুরুচিপূর্ণ বক্তব্যের ও ছাত্রদল নেতাদের ওপর পুলিশি নির্যাতনের তীব্র নিন্দা-প্রতিবাদ জানাই।