প্রকাশ : ২৪ মে ২০২২, ০০:০০
বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুর জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের আয়োজনে আলোচনা সভা ও কেক কাটা হয়েছে। চাঁদপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে গত ২২ মে রোববার বিকেল ৪টায় জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আঃ মালেক দেওয়ানের সভাপতিত্বে ও সিনিয়র সহ-সভাপতি শাহআলম মল্লিকের পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সভায় বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ মানিক দেওয়ান, সহ-সভাপতি সতীষ বর্মন, শহীদুল্লাহ মিজি, ওমর আলী প্রধান, যুগ্ম সাধারণ সম্পাদক ইউসুফ মিজি, ওয়াসকুরুনি, সদর উপজেলা কমিটির সভাপতি সফিকুর রহমান বেপারী, সাধারণ সম্পাদক আঃ খালেক দেওয়ান, মতলব দক্ষিণ উপজেলা কমিটির আহ্বায়ক মনোরঞ্জন, সদস্য সচিব মধু সিংহ, চাঁদপুর পৌর মৎস্যজীবী লীগ নেতা সামেদ ঢালী ও চান্দ্রা ইউনিয়ন মৎস্যজীবী লীগ নেতা মোঃ মনু মিয়া। সভা শেষে সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়।