প্রকাশ : ২৩ মে ২০২২, ০০:০০
‘ভূমি সেবা ডিজিটাল, বদলে যাচ্ছে দিনকাল’ প্রতিপাদ্যে মতলব উত্তরে ভূমি সেবা সপ্তাহ-২০২২ পালিত হয়েছে। ২২ মে রোববার এ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজী শরিফুল হাসান। তিনি বলেন, ভূমি সেবার মানোন্নয়ন ও সেবা নিশ্চিতের বিষয়ে সরকার খুবই আন্তরিক। ভূমির অনিয়মের বিষয়ে সরকার খুবই কঠোর। ভূমি ব্যবস্থাপনা আধুনিকায়নের মাধ্যমে দুর্নীতির পথ-ঘাট বন্ধ করা হচ্ছে। এ খাতে মানুষের হয়রানি ও ভোগান্তি বন্ধ করা হচ্ছে। তাই আমাদের সর্বদা চিন্তা করতে হবে সাধারণ মানুষকে সহজে উন্নত সেবা দিতে। শুধু চাকুরি নয়, সেবার মানসিকতা নিয়ে আমাদের কাজ করতে হবে। মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে অনলাইন ভূমি সেবা সম্পর্কে জনগণের মধ্যে সচেতনতা তৈরিতে কাজ করতে হবে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ হেদায়েত উল্যাহর সভাপ্রধানে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাহীন আক্তার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আনিসুর রহমান তপু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল কাইয়ুম খান, উপজেলা সমবায় কর্মকর্তা ফারুক আলম, উপজেলা সার্ভেয়ার মহিউদ্দিন পলাশ, উপজেলা স্কাউটের সম্পাদক আকতার হোসেনসহ ইউনিয়ন ভূমি সহকারী ও উপ-সহকারী কর্মকর্তাগণসহ উপজেলা ভূমি অফিস ও ইউনিয়ন পর্যায়ের ভূমি অফিসের স্টাফবৃন্দ।