প্রকাশ : ২৩ মে ২০২২, ০০:০০
ভূমি সপ্তাহ উপলক্ষে রোববার বিকেলে হাজীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিসের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। র্যালিটি আলীগঞ্জস্থ কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়ক প্রদক্ষিণ শেষে একইস্থানে গিয়ে শেষ হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল ইসলাম।
‘ভূমি অফিসে না এসে ভূমি সেবা গ্রহণ করুন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সেবা কার্যক্রম সরাসরি তত্ত্বাবধান করছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাছান মানিক। এদিকে গত বৃহস্পতিবার থেকে ৫ দিনব্যাপী অনুষ্ঠিত সেবা সপ্তাহের কার্যক্রম সোমবার (২৩ মে) শেষ হচ্ছে। সেবা সপ্তাহের কার্যক্রমে সহায়তা করছেন কানুনগো লোকমান হোসেনসহ অন্য সকল কর্মকর্তাণ্ডকর্মচারী।
উপজেলা ভূমি অফিস সূত্রে জানা যায়, অনলাইনে ভূমি উন্নয়ন কর দেয়ার নিয়ম ও পরিশোধ করা, ই-নামজারির আবেদন, অনলাইন খতিয়ান/অনলাইন ডিসিআর সরবরাহ, ঘরে বসে ডিসিআর/ম্যাপ/খতিয়ান পাওয়ার পরামর্শ, জমি ক্রয়ের পূর্বে যা যা জানা জরুরি সে বিষয়ে পরামর্শ, ভূমি অধিগ্রহণ সংক্রান্ত পরামর্শ, দলিল/রেকর্ড ও জরিপের ভুল সংশোধনের আবেদনসহ পরামর্শ, ভূমি সংক্রান্ত যেকোনো অভিযোগসহ হটলাইনের নাম্বারে (১৬১২২) অভিযোগ জানানোর পরামর্শ, নতুন হোল্ডিং খোলার নিয়মবালিসহ সহযোগিতা, জল মহাল, বালু মহাল ইজারা নেয়ার নিয়মাবলিসহ আইনী পরামর্শ, ভূমি অফিস সংক্রান্ত যে কোনো অভিযোগ লিখিত আকারে গ্রহণ, ভূমি উন্নয়ন কর পরিশোধের বিষয়ে পরামর্শ, ৩১ মার্চ থেকে শুরু হওয়া ভূমি উন্নয়ন কোর্ট নাম জারির আবেদনের কোর্ট ফি ও নোটিস ফি জমা দেয়ার নিয়মাবলি, ভূমি সংক্রান্ত জনস্বার্থ সংশ্লিষ্ট যেকোন বিষয়ে অবহিতকরণ ও সমাধানকরণে সেবা দেয়া হচ্ছে।
সেবা কার্যক্রমে ও র্যালিতে উপস্থিত ছিলেন সহকারী সেটেলমেন্ট অফিসার আবদুস সাত্তার (ভারপ্রাপ্ত), সার্ভেয়ার তাজুল মিয়া, উপজেলার সকল ইউনিয়নের ভূমি কর্মকর্তাগণ, প্রধান সহকারী শ্যামলী রাণী শীল, নজির ইব্রাহিম খলিলসহ অন্য সকল কর্মকর্তা-কর্মচারী।