শনিবার, ০১ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৩ মে ২০২২, ০০:০০

চাঁদপুর চা শ্রমিক গণহত্যা দিবস স্মরণসভায় স্থায়ী স্মৃতিস্তম্ভ নির্মাণের দাবি
স্টাফ রিপোর্টার ॥

চাঁদপুর স্টিমার ঘাটে ১৯২১ সালের ২০ মে সংঘটিত নির্বিচারে চা শ্রমিকদের গণহত্যায় শহীদদের ১০১তম বার্ষিকীতে তাদের স্মরণে অস্থায়ী বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়েছে। এর আগে চাঁদপুরে ‘দুনিয়ার মজদুর এক হও’ স্লোগানে র‌্যালি ও শ্রদ্ধা নিবেদন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

২০ মে শুক্রবার বিকেলে চাঁদপুর চা শ্রমিক গণহত্যা দিবস স্মরণ কমিটির আয়োজনে বিভিন্ন প্রগতিশীল ও বাম দলের নেতা-কর্মীদের অংশগ্রহণে দিনটি উদ্‌যাপন করা হয়। ২০ মে দিনটিকে চা শ্রমিক দিবস ঘোষণা, চাঁদপুরে চা শ্রমিক শহীদদের স্মরণে স্থায়ী স্মৃতিস্তম্ভ নির্মাণ এবং চা শ্রমিকের দৈনিক মজুরি ৫শ’ টাকা নির্ধারণ করার দাবি জানানো হয়।

চাঁদপুরের চা শ্রমিক গণহত্যা দিবস স্মরণ কমিটির সদস্য সচিব জহির উদ্দিন বাবরের সভাপতিত্বে দিনটির তাৎপর্য তুলে ধরে সভায় আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাসদ মার্কসবাদী সংগঠনের চাঁদপুরের আহ্বায়ক কমরেড আলমগীর হোসেন দুলাল, জেলা ঐক্য ন্যাপ-এর সহ-সভাপতি ইউসুফ খান, জেলা বাসদ সমন্বয়ক কমরেড শাহাজান তালুকদার, সিপিবি চাঁদপুরের সভাপতি কমরেড জাকির হোসেন মিয়াজী, বাংলাদেশ সাম্যবাদী আন্দোলন চাঁদপুরের সমন্বয়ক আজিজুর রহমান প্রমুখ।

উল্লেখ্য, দাবি আদায়ে বিভিন্ন কর্মসূচী সফলের লক্ষ্যে গত ১৪ মে শনিবার শ্যামাপদ ঘোষকে আহ্বায়ক ও জাহির উদ্দিন বাবরকে সদস্য সচিব করে চাঁদপুর চা শ্রমিক গণহত্যা দিবস স্মরণ কমিটি গঠন করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়