প্রকাশ : ২৩ মে ২০২২, ০০:০০
মতলব পৌরসভার ১নং ওয়ার্ডস্থ পশ্চিম বাইশপুর বেড়িবাঁধের বাইরে ব্রিক ফিল্ড সংলগ্ন উছমানী ইবনে আফফান (রাঃ) হাফেজিয়া মাদ্রাসা গত ২১ মে সকাল সাড়ে ৬টায় কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড হয়ে যায়। মাদ্রাসার মোহতামিম হাফেজ মোঃ ফোরকান জানান, হঠাৎ কালবৈশাখী ঝড়ে মুহূর্তের মধ্যে আমাদের টিনশেড ঘরের চাল দুমড়ে-মুচড়ে প্রায় ২শ’ ফুট দূরে চলে যায়। মাদ্রাসার বারান্দার ৪/৫ ফুটের একটি দেয়াল ভেঙ্গে যায়। এছাড়া একটি বৈদ্যুতিক খুঁটি ভেঙ্গে পড়ে। এতে ক্ষতির পরিমাণ হবে আনুমানিক ৭ থেকে ৮ লাখ টাকা। সহযোগিতার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন মাদ্রাসার পরিচালক হাফেজ মোঃ ফোরকান। ছবিতে মাদ্রাসাটি লণ্ডভণ্ড হওয়ার দৃশ্য।