শনিবার, ০১ ফেব্রুয়ারি, ২০২৫  |  
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২২ মে ২০২২, ০০:০০

ফরিদগঞ্জে ১নং থেকে ৬নং ইউনিয়ন পর্যন্ত যুবদলের তথ্য সংগ্রহ ফরম বিতরণ
এমরান হোসেন লিটন ॥

আগামী দিনের আন্দোলনকে বেগবান ও শক্তিশালী করতে এবং তৃণমূল পর্যায় থেকে ত্যাগী ও পরিশ্রমী যুবকদের মাধ্যমে যুবদলকে শক্তিশালী করার প্রত্যয় নিয়ে ফরিদগঞ্জ উপজেলার ১নং ইউনিয়ন হতে ৬নং ইউনিয়ন পর্যন্ত যুবদলের তথ্য সংগ্রহ ফরম বিতরণ করেছেন ফরিদগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটি।

শনিবার ৩টা থেকে ১নং বালিথুবা পশ্চিম ইউনিয়ন থেকে এই তথ্য সংগ্রহ ফরম বিতরণ করা হয়। এদিন উপজেলা যুবদলের কমিটি থেকে ১নং বালিথুবা ইউনিয়নের যুবদল কমিটি গঠনকল্পে তথ্য সংগ্রহ ফরম গ্রহণ করেন ১নং বালিথুবা ইউনিয়ন বিএনপির সভাপতি জসিম উদ্দিন স্বপন মিয়াজী, ২নং বালিথুবায় তথ্য সংগ্রহ ফরম গ্রহণ করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলী হারেস মিয়াজী, ৩নং সুবিদপুর ইউনিয়নে তথ্য সংগ্রহ ফরম গ্রহণ করেন ইউনিয়ন বিএনপির সভাপতি বেলায়েত হোসেন, ৫নং গুপ্টি ইউনিয়ন যুবদলের তথ্য সংগ্রহ ফরম গ্রহণ করেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ৫নং গুপটি ইউনিয়ন বিএনপির সভাপতি ডাঃ আবুল কালাম আজাদ, ৬নং গুপ্টি ইউনিয়নের তথ্য সংগ্রহ ফরম গ্রহণ করেন ইউনিয়ন বিএনপির সভাপতি আব্বাস গাজী। এ সময় উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির আহ্বায়ক মহাসীন হোসেন মোল্লা, সদস্য সচিব আব্দুল মতিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম নান্টু, যুগ্ম আহ্বায়ক আমজাদ হোসেন শিপন, আমির হোসেন খান, জাকির হোসেন মোল্লা, ফারুক খান, জেলা যুবদলের সদস্য মুক্তার হোসেন, উপজেলা যুবদলের নেতা জহিরুল ইসলাম, শরীফ তপদার, এমরান হোসেন, ইমরান হোসেন স্বপন, ভাগিনা রুবেল, ছাত্রদলের নেতা আব্দুল কাইয়ুম সুমন, মোঃ ফারুক হোসেন রনু। এছাড়া বিভিন্ন ইউনিয়নের সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি ও বিএনপির সহযোগী সংগঠনগুলোর নেতা-কর্মী ও সমর্থকবৃন্দ।

তথ্য সংগ্রহ ফরম বিতরণের পূর্বে উপজেলা যুবদলের সদস্য সচিব আব্দুল মতিন সংক্ষিপ্ত আলোচনায় বলেন, প্রত্যেকটা ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চল থেকে যুবদলের যেকোনো ধরনের কর্মী ইউনিয়ন পর্যায়ে নেতৃত্ব দেয়ার আগ্রহ থাকলে ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছ থেকে ফরম সংগ্রহ করে ফরমে উল্লেখিত বিষয়গুলো পূরণ করে পুনরায় ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে জমা দেয়ার জন্যে বিশেষভাবে অনুরোধ করছি। কোনো অবস্থাতেই ফরমে কোনো রকম মিথ্যা কিছু লেখা যাবে না বলে তিনি বলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়