বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২১ মে ২০২২, ০০:০০

সমাজের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে
নূরুল ইসলাম ফরহাদ ॥

ফরিদগঞ্জ পৌরসভার ৫নং ওয়ার্ড এমন একটি ওয়ার্ড যেখানে কোনো ধরনের শিক্ষা প্রতিষ্ঠান নেই। দেশের প্রখ্যাত কর আইনজীবী মোঃ আব্বাস উদ্দিন এই প্রথম উদ্যোগ নিলেন উক্ত ওয়ার্ডে ধারাবাহিকভাবে দুটি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার।

২০ মে শুক্রবার সকালে চতুরা এলাকায় ‘ফুলমতির নেছা ফোরকানিয়া মাদ্রাসার’ ৬তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ঢাকা ট্যাকসেস বারের সাবেক সভাপতি অ্যাডঃ আব্বাস উদ্দিন। তাঁর মায়ের নামে করা উক্ত প্রতিষ্ঠানকে ওয়াকফ্ করে দেন তিনি। মাদ্রাসার কাজ শেষে প্রাথমিক বিদ্যালয়ের কাজ শুরু করবেন বলে তিনি জানান। ঐতিহাসিক চতুরা জামে মসজিদের পাশেই ফোরকানিয়া মাদ্রাসাটির অবস্থান। মসজিদ কমিটির সাধারণ সম্পাদক শাহাজান ঠিকাদারের সভাপতিত্বে এবং শিক্ষক আবদুর রবের সঞ্চালনায় ভিত্তিপ্রস্তর স্থাপন পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে অ্যাডঃ আব্বাস উদ্দিন বলেন, সুন্দর সমাজ বিনির্মাণে জনপ্রতিনিধিসহ সমাজপতিদের এগিয়ে আসতে হবে। এই সমাজের আলো-বাতাস গ্রহণ করে আমরা বড় হয়েছি। সমাজের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে। সমাজ এবং মানুষের উন্নয়নে সরকারের পাশাপাশি আমাদের এগিয়ে আসতে হবে।

এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আলী আহমদ, ফরিদগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, ৫নং ওয়ার্ডের কাউন্সিলর জাহিদ হোসেন, ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর খতেজা বেগম, ফরিদগঞ্জ পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ মনিরুল হক, সাবেক কাউন্সিলর জামাল উদ্দিন, শিক্ষক সফিকুর রহমান প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়