শনিবার, ০১ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২০ মে ২০২২, ০০:০০

হাজীগঞ্জ ভূমি অফিসে ৫ দিনব্যাপী সেবা কার্যক্রম চলছে
কামরুজ্জামান টুটুল ॥

‘ভূমি অফিসে না এসে ভূমি সেবা গ্রহণ করুন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় হাজীগঞ্জ উপজেলা ভূমি অফিসে ৫ দিনব্যাপী ভূমি সংক্রান্ত সকল সেবা কার্যক্রম শুরু হয়েছে। ১৯ মে থেকে ২৩ মে (বৃহস্পতিবার-সোমবার) এই কার্যক্রম চলমান থাকবে। সেবা কার্যক্রম সরাসরি পরিচালনা করছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাছান মানিক। এই কর্মকর্তাকে সহায়তা করছেন কানুনগো লোকমান হোসেনসহ অন্য সকল কর্মকর্তা-কর্মচারী।

উপজেলা ভূমি অফিস সূত্রে জানা যায়, অনলাইনে ভূমি উন্নয়ন কর দেয়ার নিয়ম ও পরিশোধ করা, ই-নাম জারির আবেদন, অনলাইন খতিয়ান/ অনলাইন ডিসিআর সরবরাহ, ঘরে বসে ডিসিআর/ ম্যাপ/ খতিয়ান পাওয়ার পরামর্শ, জমি ক্রয়ের পূর্বে যা যা জানা জরুরি সে বিষয়ে পরামর্শ, ভূমি অধিগ্রহণ সংক্রান্ত পরামর্শ, দলিল/ রেকর্ড ও জরিপের ভুল সংশোধনের আবেদনসহ পরামর্শ, ভূমি সংক্রান্ত যেকোনো অভিযোগসহ হটলাইন নাম্বারে (১৬১২২) অভিযোগ জানানোর পরামর্শ, নতুন হোল্ডিং খোলার নিয়মাবলি, জলমহাল, বালুমহাল ইজারা নেয়ার নিয়মাবলিসহ আইনী পরামর্শ, ভূমি অফিস সংক্রান্ত যে কোনো অভিযোগ লিখিত আকারে গ্রহণ, ভূমি উন্নয়ন কর পরিশোধের বিষয়ে পরামর্শ, ৩১ মার্চ থেকে শুরু হওয়া ভূমি উন্নয়ন কোর্ট নাম জারির আবেদনের কোর্ট ফি ও নোটিস ফি জমা দেয়ার নিয়মাবলি, ভূমি সংক্রান্ত জনস্বার্থ সংশ্লিষ্ট যেকোন বিষয়ে অবহিতকরণ ও সমাধানের সেবা দেয়া হচ্ছে।

সেবা কার্যক্রম চলাকালে আরো উপস্থিত ছিলেন সহকারী স্যাটেলমেন্ট অফিসার আবদুস সাত্তার (ভারপ্রাপ্ত), সার্ভেয়ার তাজুল মিয়া, প্রধান সহকারী শ্যামলী রাণী শীল, নজির ইব্রাহিম খলিলসহ অন্যসকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়