প্রকাশ : ১৮ জুলাই ২০২১, ০০:০০
হাজীগঞ্জে অনুমোদনহীন কোরবানির পশুর হাট (গরু-ছাগল) বন্ধ করে দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার। এ সময় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে অনুমোদনহীন বাজার বসানোর দায়ে মোহাম্মদ খাঁ নামের একজনকে ৫ হাজার টাকা জরিমানা করে আদালত। ঘটনাটি উপজেলার রাজাগাঁওয়ে। শনিবার এই আদালত পরিচালনা করা হয়। মোহাম্মদ খাঁ পশ্চিম রাজারগাঁও গ্রামের তাজুল খাঁর ছেলে।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, চলিত বছর কোরবানি পশুরহাট বসানোর জন্যে সরকারিভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে ইজারার মাধ্যমে অস্থায়ী হাট-বাজার বন্দোবস্ত দেয়া হয়। ঈদের দিন পর্যন্ত এ হাট-বাজার বসবে। কিন্তু রাজারগাঁও এলাকায় অনুমোদিত কোনো কোরবানির পশুর হাটের বন্দোবস্ত দেয়া হয়নি। শনিবার স্থানীয় কয়েকজন অনুমোদনহীন কোরবানির পশুর হাট বাজার বসায়। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার উপস্থিত হয়ে বাজার বন্ধ করাসহ এর উদ্যোক্তাকে ৫ হাজার টাকা জরিমানা করান।
এ সময় উপস্থিত ছিলেন হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হারুনুর রশিদ, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ ইব্রাহিম খলিল, রাজারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হাদী মিয়া, দ্বাদশগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোরশেদ আলম বকাউল।