প্রকাশ : ১৮ জুলাই ২০২১, ০০:০০
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বিশাল সমারোহে ‘পায়ে পায়ে নতুন সুজ’ এই স্লোগানে শুভ উদ্বোধন হয়েছে ফুটগিয়ার অটো সুজের নতুন শোরুম।
চাঁদপুর শহরের প্রাণকেন্দ্র কুমিল্লা রোডের পাশে রজনীগন্ধা শপিং সেন্টারের সিটি ব্যাংকের নিচতলায় তাদের ১২তম শোরুমের উদ্বোধন করা হয়।
উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হযরত আলী ঢালী, ফুটগিয়ার অটো সুজ কোম্পানির আরএসএম গোলাম সাত্তার অপু, এএসএম জালাল আহমেদ, চাঁদপুর ফুটগিয়ার অটো সুজ শোরুমের মালিক মোঃ ফারুক হোসেন, ইউনিক সুজের মালিক সাব্বির আহমেদ, মডার্ন সুজের মালিক রাসেল আহমেদ, নিতুন ইলেকট্রনিক্সের মালিক নিতুন সরকার, ভূঁইয়া সার্জিক্যালের মালিক আবু জাফর ভূঁইয়া, এসএ ইলেকট্রনিক্সের মালিক আবু সায়েদ, ঢাকা ইলেকট্রনিক্সের মালিক সজীব সাহা প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে মিলাদ পরিচালনা করেন তালতলা পাটোয়ারী বাড়ি জামে মসজিদের খতিব মাওলানা আব্দুস সালাম ও উকিলপাড়া জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ নুরুন্নবী।