প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২২, ০০:০০
শাহরাস্তিতে শারীরিকভাবে অক্ষম ও অসচ্ছল ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার সূচীপাড়া দক্ষিণ বাজারে রঙ ফাউন্ডেশনের উদ্যোগে ফাউন্ডেশনের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ হুইল চেয়ার বিতরণ করা হয়। ফাউন্ডেশনের সভাপতি মোঃ আল-আমিনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক উৎপল দত্তের সঞ্চালনায় উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ জাহিদ পারভেজ, সদস্য আয়েশা আক্তার প্রিয়াঙ্কা, রবিউল ইসলাম, রাশেদ আলম অপুসহ অন্যান্য সদস্য, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, উপকারভোগী ও তাদের পরিবারের লোকজন। আয়োজকরা জানান, এ ফাউন্ডেশনের মাধ্যমে প্রতি বছর দরিদ্র ও অসহায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি বিতরণ ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণসহ বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালিত হয়ে থাকে।