প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২২, ০০:০০
‘বাড়ি আমার, আঙ্গিনা আমার, রাখছি পরিষ্কার! নোংরা করছি দেশের মাটি দেশটা তবে কার! এই শহর আমার, দেশ আমার, পরিচ্ছন্ন রাখার দায়িত্বও আমার।’ এই শ্লোগানকে ধারণ করে নতুন সেশনে ২০২২-২৪ মেয়াদের জন্যে জেলা কমিটি ঘোষণার পর এবার ফরিদগঞ্জ উপজেলায় বরাবরের মতো ৩বছর মেয়াদী কার্যকরী কমিটি ঘোষণা করেছে সমাজসেবী সংগঠন 'সাইরেন'। গত ১৫ ফেব্রুয়ারি মঙ্গলবার ফরিদগঞ্জের ওয়ান স্টার চাইনিজ রেস্টুরেন্টে সংগঠনের সাধারণ সদস্যদের উপস্থিতিতে আয়োজিত সভায় এই কমিটি ঘোষণা করা হয়। ২১ বছর পেরিয়ে ২২ বছরে পদার্পণ করা এই সংগঠনটির উক্ত সভায় উত্থাপিত এজেন্ডার আলোকে উপস্থিত সদস্যদের প্রত্যক্ষ মতামতের ভিত্তিতে উপদেষ্টা ম-লী এই কমিটি অনুমোদন দেন বলে সংগঠন সূত্রে জানানো হয়।
আগামী ৩ বছরের জন্য ফরিদগঞ্জ উপজেলা কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন খোরশেদ আলম মানিক, সহ-সভাপতি মামুন অর রশীদ শাকিল, সাধারণ সম্পাদক মোঃ সাঈদ পাটওয়ারী, সহ-সাধারণ সম্পাদক রুহুল আমিন খান স্বপন, সাংগঠনিক সম্পাদক আসিফুর রহমান ছোটন, অর্থ সম্পাদক কাউসার আহমেদ, দপ্তর সম্পাদক তারেক রহমান তারু, নির্বাহী সদস্য রাবেয়া আক্তার রাবু, দীন মুহাম্মদ সোহেল, মোঃ সাদ্দাম হোসাইন ও মোঃ মিরাজ হোসেন সর্দার।