প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২২, ০০:০০
চাঁদপুর জেলা শারদাঞ্জলী ফোরামের সভাপতি ও পুরাণবাজার পোস্ট অফিষের পোস্ট মাস্টার রিপন সাহার সহধর্মিণী প্রয়াত কৃষ্ণা রাণী রায় চৌধুরীর (রুমা) প্রথম প্রয়াই দিবস (বাৎসরিক শ্রাদ্ধ) অনুষ্ঠিত হয়েছে। তিথি গণনা অনুয়ায়ী গতকাল ২৫ ফেব্রুয়ারি শুক্রবার চাঁদপুর পুরানযাজার রামঠাকুর বাড়ি দোল মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত ১ম প্রয়াণ দিবসে প্রয়াতের আত্মার শান্তি কামনা পূর্বক শ্রাদ্ধক্রিয়াদী সম্পন্ন করেন তার নাবালক বড় ছেলে। শ্রাদ্ধ ক্রিয়াদি অনুষ্ঠানে পৌরোহিত্য করেন পুরোহিত পবিত্র চক্রবর্তী। প্রয়াতের স্বামী রিপন সাহা প্রয়াত স্ত্রীর আত্মার শান্তি কামনায় সকলের নিকট আশীর্বাদ কামনা পূর্বক আগত অতিথি ও শুভানুধ্যায়ীদের মধ্যাহ্ন প্রসাদ গ্রহণে আপ্যায়িত করেন। আগত অতিথিদের মাঝে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সন্তোষ চন্দ্র দাস, জেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ, চাঁদপুর চেম্বার অব কমার্সের পরিচালক পরেশ চন্দ্র মালাকার, জেলা শারদাঞ্জলী ফোরামের প্রধান উপদেষ্টা রোটাঃ গোপাল সাহা, সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র দাসসহ গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।