প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২২, ০০:০০
গত ২৫ শে ফেব্রুয়ারি শুক্রবার রোটারী আন্তর্জাতিকের যুব সংগঠন চাঁদপুর রূপসী রোটার্যাক্ট ক্লাবের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। এদিন সকল সদস্যের উপস্থিতিতে ১৫জন গরিব শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে চাঁদপুর রোটারী ক্লাবের সভাপতি রোটাঃ শাহেদুল হক মোর্শেদ, চাঁদপুর রোটারী ক্লাবের প্রেসিডেন্ট ইলেক্ট রোটাঃ মোঃ খোরশেদ আলম পাটওয়ারী কাঞ্চন ও সচিব রোটাঃ অ্যাডঃ পলাশ মজুমদার উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রোঃ কুলদিপ মালাকার। আর রোঃ সুমাইয়া আক্তার ক্লাব সচিব হিসেবে এবং রোঃ শিশির সাহা প্রোগ্রাম চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। সভায় ক্লাব প্রশিক্ষক ও ডিস্ট্রিক্ট সেক্রেটারী রোঃ পিপি সৈকত পাল, ক্লাব ট্রেজারার ও ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর রোঃ পিপি অনয় দেবনাথ ধ্রুবসহ ক্লাবের সকল সদস্য উপস্থিত ছিলেন।