প্রকাশ : ১৪ জুলাই ২০২১, ০০:০০
হাজীগঞ্জের বাকিলা ইউনিয়নের প্রায় ১ হাজার পরিবারের মাঝে সরকারি চাল বিতরণ করা হয়েছে। ভিজিএফ ও জিআর-এর আওতায় এদিন ৯শ’ ৯৪ জন পরিবারের মধ্যে এই চাল বিতরণ করা হয়। বাকিলা ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন মাঠে স্বাস্থ্যবিধি মেনে বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়।
চাল বিতরণের পূর্বে বক্তব্য রাখেন বাকিলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহফুজুর রহমান ইউসুফ পাটোয়ারী। আরো বক্তব্য রাখেন উক্ত ইউনিয়নে ট্যাগ অফিসার তথা উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার মিজানুর রহমান। উপস্থিত ছিলেন বাকিলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমল ধর, সহ-সভাপতি সাউফুল ইসলাস, যুবলীগ নেতা মাইনুদ্দিনসহ ইউনিয়নের সদস্যবৃন্দ।