প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২২, ০০:০০
খাদ্যপণ্যের প্যাকেটে উৎপাদন, মেয়াদোত্তীর্ণের তারিখ ও সর্বোচ্চ খুচরা বিক্রয়মূল্য না থাকায় দুটি বেকারিকে ১০ হাজার টাকা করে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর কার্যালয়ের সহকারী পরিচালক নূর হোসেন রুবেল বৃহস্পতিবার বিকেলে হাজীগঞ্জ পৌরসভাধীন আলীগঞ্জ বাজারে অভিযান পরিচালনা করেন। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মাদ্দাহখাঁ বেকারী ও মাদ্দাহখাঁ ফুড প্রোডাক্টসের খাদ্যপণ্যের প্যাকেটে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ এবং সর্বোচ্চ খুচরা বিক্রয়মূল্য না থাকায় নগদ ১০ হাজার করে মোট ২০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
অভিযান পরিচালনাকালে আইনশৃঙ্খলার দায়িত্ব পালন করেন উপ-পরিদর্শক (এসআই) মোঃ ইউনুস মিয়ার নেতৃত্বে হাজীগঞ্জ থানা পুলিশ।