প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২২, ০০:০০
মহান শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চাঁদপুর শহরের ঐতিহ্যবাহী আক্কাছ আলী রেলওয়ে একাডেমীতে আলোচনা, বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরস্কার বিতরণ ও দোয়ার আয়োজন করা হয়েছে।
২১ ফেব্রুয়ারি সোমবার সকাল সাড়ে ১০টায় বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ম্যানেজিং কমিটির সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল।
একাডেমীর প্রধান শিক্ষক মোঃ গোফরান হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভাষা সৈনিক অ্যাডঃ আবু ফজলের সুযোগ্য সন্তান জেলা গণফোরামের সভাপতি অ্যাডঃ সেলিম আকবর প্রমুখ।
সহাকারী শিক্ষক শাহাদাত হোসেনের পরিচালনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন শিক্ষক মাওঃ এমরান হোসেন। কোরআন তেলাওয়াত করেন ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র আল ছামির জুম্মান।
উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক আবুল কাশেম মিয়াজী, বদরুননেছা বিথী, সায়মা আহমেদ চৌধুরী, মরিয়ম বেগম, ফেরদৌসী সুলতানা, তানিয়া জেসমিন, ফরিদ আহমেদ, জাহিদ ইমতিয়াজসহ অন্যরা।
আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও ৫টি শ্রেণী কক্ষে দেয়ালিকা উদ্বোধন করেন অতিথিরা। এরপূর্বে সকালে ভাষা আন্দোলনের সময় শহীদ জামাল-কামালের কবর জেয়ারত করেন আক্কাছ আলী রেলওয়ে একাডেমীর প্রধান শিক্ষক মোঃ গোফরান হোসেনসহ বিদ্যালয়ের অন্য শিক্ষকরা। এছাড়া শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।