প্রকাশ : ১৪ জুলাই ২০২১, ০০:০০
কচুয়ায় শামুক কুড়াতে গিয়ে বাড়ি ফেরা হলো না রুমা বেগম (৩৬) নামে এক নারীর। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার খিলমেহের-উত্তর সেঙ্গুয়া রাস্তার পাশের খাল থেকে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করেছে কচুয়া থানা পুলিশ। রুমা উপজেলার উত্তর সেঙ্গুয়া গ্রামের মোস্তফা মিয়ার মেয়ে।
রুমার পিতা-মাতা জানান, স্বামী পরিত্যক্তা হওয়ায় পিত্রালয়ে সে বসবাস করতো। রোববার বিকেলে শামুক কুড়াবার জন্যে মাঠে যায়। সন্ধ্যা ঘনিয়ে এলেও সে বাড়ি ফিরে আসেনি। পরে তাকে এলাকায় খোঁজাখুঁজি করে না পেয়ে হতাশ হয়ে পড়েন পরিবারের সদস্যরা। গতকাল মঙ্গলবার সকালে স্থানীয়রা তার মৃতদেহ রাস্তার পাশের খালে ভাসমান অবস্থায় দেখতে পায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে এসে লাশ সনাক্ত করে থানা পুলিশকে খবর দেয় পরিবারের সদস্যরা।
কচুয়া থানার অফিসার ইনচার্জ মোঃ মহিউদ্দিন জানান, খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে রুমার লাশ উদ্ধার করে থানায় এনেছি। তার মৃতদেহ ময়নাতদন্তের জন্যে চাঁদপুরের মর্গে পাঠানো হবে। রিপোর্ট প্রাপ্তির ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।