প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২২, ০০:০০
গত ২৩ ফেব্রুয়ারি বুধবার চানাচুর ফ্যাক্টরীতে মোবাইল কোর্ট পরিচালনা করে বিএসটিআই। বিএসটিআই সনদ গ্রহণ ব্যতীত অবৈধভাবে পণ্য বিক্রয়, বিতরণ ও বাজারজাতের অপরাধে পুরাণবাজারের রামদাসদী রোডস্থ পিকে ফুডস নামক প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। উক্ত অপরাধে চৌদ্দ হাজার তিনশ’ টাকা জরিমানা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার মঞ্জুরুল মোর্শেদ। এ সময় উপস্থিত ছিলেন বিএসটিআইর প্রসিকিউটর মোঃ তারেক রহমান, ফিল্ড অফিসার (সিএম)সহ নিরাপত্তা রক্ষীগণ।