বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২২, ০০:০০

স্টাফ রিপোর্টার ॥

ভাষা শহিদদের স্মরণে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের সকালে বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসায় সিক্ত হয়েছে পুরাণবজার কেন্দ্রীয় শহিদ মিনার। এদিন শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুরাণবাজার কেন্দ্রীয় শহিদবেদীতে ফুলেল শ্রদ্ধা জ্ঞাপন করেন পুরাণবাজার শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্যাপন পরিষদ, পুরাণবাজার মধুসূদন হরিসভা উচ্চ বিদ্যালয়, পুরাণবাজার বালিকা উচ্চ বিদ্যালয়, নূরিয়া পাইলট উচ্চ বিদ্যালয়, ভাই ভাই স্পোর্টিং ক্লাব, স্বদেশ সাহিত্য সংস্কৃতিক গোষ্ঠী, উদয়ন কচি কাচাঁর মেলা ও উদয়ন সঙ্গীত বিদ্যালয়, ২নং বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়, রিভারসাইড কিন্ডারগার্টেন, লাইসিয়াম কিন্ডারগার্টেন, ৩নং বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন। এর পূর্বে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্যাপন পরিষদের প্রধান উপদেষ্টা রাধা গোবিন্দ গোপ জাতীয় পতাকা ও মহাসচিব বীর মুক্তিযোদ্ধা ব্যাংকার মুজিবুর রহমান কালো পতাকা উত্তোলন করেন। পরে শপথবাক্য পাঠ করান পুরাণবাজার মধুসূদন হরিসভা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গনেশ চন্দ্র দাস। বিকেলে বঙ্গজ, স্বদেশ সাহিত্য সংস্কৃতিক গোষ্ঠী, আনন্দ ধ্বনি, উদয়ন কচি-কাঁচার শিল্পীরা পৃথক পৃথকভাবে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। সন্ধ্যায় অনুষ্ঠিত হয় শহিদদের স্মরণে আলোচনা সভা। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব ইউছুফ গাজী। প্রধান বক্তার বক্তব্য রাখেন চাঁদপুর পৌরসভার মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েল। উদ্যাপন পরিষদের সভাপতি ফয়েজ আহমেদ মন্টুর সভাপ্রধানে ও মহাসচিব ব্যংকার মুজিবুর রহমানের পরিচালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন উদ্যাপন পরিষদের প্রধান উপদেষ্টা রাধা গোবিন্দ গোপ। এ সময় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, কৃষি বিষয়ক সম্পাদক অজয় কুমার ভৌমিক, জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন, শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্যাপন পরিষদের যুগ্ম মহাসচিব মমতাজ উদ্দিন মন্টু গাজী, মিজানুর রহমান খান বাদল, সদস্য আব্দুল মজিদ খান ডেঙ্গু, মোঃ পারভেজ খান, মিডিয়া উপ-কমিটির সদস্য সচিব শেখ আব্দুল মামুন, যুগ্ম আহ্বায়ক কৌশিক শাহরিয়ার, প্রতিযোগিতা উপ-কমিটির সমম্বয়কারী কার্তিক সরকার, সদস্য সচিব লিটন সরকার, যুগ্ম আহ্বায়ক বিপ্লব দাস কুট্টি, সদস্য টিটু দাস, সৌরভ সাহা, লিটন ধর প্রমুখ উপস্থিত ছিলেন। পরে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও ঐতিহ্যবাহী নাট্য সংগঠন অনুপম নাট্যগোষ্ঠীর পরিবেশনায় অনুষ্ঠিত হয় নাটক প্যাঁচাল।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়