বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২২, ০০:০০

প্রেস বিজ্ঞপ্তি ॥

চাঁদপুরের মানবিক ও গরিবের ডাক্তারখ্যাত এমএ গফুর মিঞার সরকারি চাকুরি হতে অবসরোত্তর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গতকাল জেলা পরিবার-পরিকল্পনা কার্যালয়ের কনফারেন্স রুমে এ বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। ডাঃ এমএ গফুর মিঞা চাঁদপুর পরিবার-পরিকল্পনা বিভাগে দীর্ঘ বছর কর্মরত থেকে এ জেলার মানুষের সেবা করেছেন। এ জেলার বিভিন্ন উপজেলায় তিনি মেডিকেল অফিসার ও পরিবার-পরিকল্পনা অফিসারের দায়িত্বে ছিলেন। সর্বশেষ একই পদে চাঁদপুর সদর উপজেলায় কর্মরত থেকে সরকারি নিয়মানুযায়ী চাকুরির বয়স পূর্ণ হওয়ায় তিনি গত ৯ ফেব্রুয়ারি অবসর গ্রহণ করেন।

চাঁদপুর সদর উপজেলা পরিবার-পরিকল্পনা বিভাগের ফেয়ারওয়েল কমিটির আয়োজনে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা পরিবার-পরিকল্পনা অফিসার মোঃ তানভীরুল ইসলাম। পরিবার-পরিকল্পনা পরিদর্শক মোঃ আকতারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে স্মৃতিচারণ করেন ডাঃ মোঃ ইলিয়াছ, উপ-পরিচালক পরিবার পরিকল্পনা, চাঁদপুর; বিশেষ অতিথি হিসেবে স্মৃতিচারণ করেন সহকারী পরিচালক মোঃ আমিনুল ইসলাম ও মেডিকেল অফিসার ডাঃ শাহরিন আফরিন। স্মৃতিচারণ করেন চাঁদপুর সদর উপজেলা পরিবার-পরিকল্পনা বিভাগে কর্মরত বিভিন্ন পদধারী প্রতিনিধিরা।

বিদায়ী অতিথি তাঁর বক্তব্যে বলেন, আমি একজন ডাক্তার। আমার কাজ মানুষের চিকিৎসা সেবা প্রদান করা। সরকারি চাকুরি হতে অবসর নিলেও এ জেলার মানুষের সেবা করেই বাকি জীবন পার করতে চাই। এজন্যে তিনি সকলের দোয়া ও ভালোবাসা কামনা করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়