প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২২, ০০:০০
চাঁদপুর পৌরসভার ১৫নং ওয়ার্ডে ব্যাংক কলোনীস্থ মডার্ন শিশু একাডেমীতে ২১ ফেব্রুয়ারি মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চিত্রাঙ্কন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ২১ শে ফেব্রুয়ারি সোমবার সকালে একাডেমী মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মডার্ন শিশু একাডেমির শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ শহীদ বেদীতে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানায়। পরে ভাষা শহিদদের স্মরণে কবিতা আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। ভাষা শহিদদের স্মরণে ও তাদের রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার সভাপতি ও মডার্ন শিশু একাডেমির অধ্যক্ষ ওমর ফারুক, উপাধ্যক্ষ মঞ্জুমা হক, সিনিয়র শিক্ষক মোঃ কামাল হোসেন, প্রাক্তন শিক্ষক অ্যাডঃ মোঃ সাখাওয়াত হোসেন, শিক্ষিকা ফাহিমা আক্তার, তাহমিনা আক্তার, মারজিয়া বিনতে শরীফসহ শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।