প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২২, ০০:০০
চাঁদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ এমদাদুল ইসলাম মিঠুনের সার্বিক তত্ত্বাবধানে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। ২২ ফেব্রুয়ারি বুধবার ১২টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের পরিদর্শক বাপন সেনের নেতৃত্বে গঠিত রেডিং টিম শহরের ৩নং কয়লাঘাটস্থ মানিক শীলের সেলুনের সামনের রাস্তার উপর থেকে মোঃ সেলিম সিকদার (৩০)কে ২৬০ গ্রাম গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করে। আটককৃত গাঁজার আনুমানিক মূল্য ১০ হাজার ৪শ’ টাকা। এ ব্যাপারে পরিদর্শক বাপন সেন বাদী হয়ে চাঁদপুর সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।