প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২২, ০০:০০
চাঁদপুরে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে পুরাণবাজার শহিদ মিনারে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ২১ ফেব্রুয়ারি সোমবার রাতে পুরাণবাজার মধুসূদন স্কুল মাঠ সংলগ্ন শহিদ মিনারে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন চাঁদপুর পৌরসভার মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধে শহিদ জাবেদের ছোটভাই বীর মুক্তিযোদ্ধা রফিক উল্লাহ, শিল্পচূড়ার সভাপতি মাহবুবুর রহমান সেলিম, চাঁদপুর লেখক পরিষদের সভাপতি জাহাঙ্গীর হোসেন, আওয়ামী লীগ নেতা রেজাউল করিম বিপ্লব, মরহুমা ফাতেমা সুলতানা মনির ছোটছেলে ফাহিম শাহরিয়ার কৌশিক প্রমুখ।
সাবেক স্কুল শিক্ষিকা বীর মুক্তিযোদ্ধা শহীদ জাবেদের ছোট বোন মরহুমা ফাতেমা সুলতানা মনির স্মরণে ফাতেমা-রহমান ফাউন্ডেশনের পক্ষ থেকে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
পুরাণবাজার একুশে উদ্যাপন কমিটির আহ্বায়ক ফয়েজ আহমেদ মন্টু, সদস্য-সচিব ব্যাংকার মজিবুর রহমান, ব্যবসায়ী মন্টু গাজী, প্রতিযোগিতা উপ-পরিষদের সদস্য সচিব লিটন সরকার, সমন্বয়কারী কার্তিক সরকার, ভাই ভাই স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক মিজানুর রহমান খান বাদল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহিদ মিনারে বিকেল থেকে সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশাত্মবোধক গান, নৃত্য ও নাটক পরিবেশন করা হয়।